তোমার নামে লিখবো ভেবে
সাদা পাতায় কলম ধরলাম,
ভাবলাম এক নিমেষে ভরিয়ে তুলব
সম্পুর্ন টা…।
কোথাও যেন এক পলকে
হারিয়ে গেল সমস্ত শব্দ,
মেলাতেই পারছি না ওদের –
কোথায় ভাবলাম লিখবো বসে
প্রথম দেখার কথা,
একে অপরের ভুল ত্রুটি আর
মিস্টি প্রেমের গাথা।
কথার ওপর কেবল কথা-
ছোঁয়ায় আসমান,
কোথাও যেন লুকিয়ে ছিলো
এক গুপ্ত অভিমান।
জানি কিছু কিছু আবদারের
কারন অজানা-
তবু তার ওপরেই ভর করে
ভাল লাগা বা না লাগা।
কখন যেন সবটা পেরিয়ে
অদম্য ঝরের মুখে-
কখন একটা অসম্ভব সাহস,
জন্মেছে এই বুকে।
জাপটে যেন ধরে থাকি
হাত রেখে হাতে,
যেন কষ্ট গুলো আড়াল করি
তোমার ওই কাধে।
কখন যেন পাতায় দেখি
শব্দগুলো গরি-
আজ নাহয় থাক ;
এইটুকু অব্দি।।