
-তোমার মনে আছে, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল, তখন আমি কলেজ ফাস্ট ইয়ার আর তুমি সদ্য গ্রাজুয়েট করা একজন যুবক।
-মনে থাকবে না কেন? প্রথম দেখার কথা কি কখনো ভোলা যায়? কেন জানি প্রথম দেখাতেই কিছু একটা হয়ে গিয়েছিল আমার।
-কেন এখন কি আফসোস হচ্ছে নাকি তোমার?
-তাহলে কি আর আজ ;ছাড়ো ওসব! তোমার পরিবার প্রথমে মানতে নারাজ হলেও পরে কিন্তু বেশ ধুমধাম করেই হয়েছিল বিয়েটা।
-হুম, মনে আছে তুমি যখন প্রাইভেট কোম্পানিতে ঢুকে প্রথম আমায় এসে খবরটা দিলে, আমি ঠিক এই জায়গাতেই তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি চোখ বন্ধ করেছিলাম আর তুমি পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরে খবরটা দিয়েছিলে।
-হুম, মাঝে অনেকগুলো বছর চলে গেছে শুধু, জায়গাটা একই আছে।
শুধু খবরটা পাল্টে গেছে। চাকরিটা চলে গেছে।
-আমি তখনো যেমন তোমার পাশে ছিলাম, আজও একই ভাবে আছি, আর পরেও থাকবো।
আমাদের সকল পরিস্থিতির সাক্ষী শুধু এই জায়গাটি আর আলোর দিশারী হয়ে দাঁড়িয়ে থাকা এই “ল্যাম্পপোস্ট”।