ভালোবাসার খাম

বহুদিন তোমায় ছুয়ে দেখিনি –

তোমার স্পর্শ  অনুভব করিনি

তুমি তুমি গন্ধটা ঠিক পাইনি ।

বলতে পারো তোমার আমার সম্পর্কটাকে

আমি কত্তটা ভালোবেসেছি-

তাই বোধহয় এতটা মিস করেছি।

আচ্ছা মনে পড়ে-

যখন আমার সেরা আনন্দের মুহূর্তগুলো

ভাগ করে নিতাম তোমার সাথে,

আবার যখন খুব কষ্ট পেতাম-

মনে হতো ছুটে গিয়ে

তোমায় বলি,

কারণ আমি জানতাম-

আমার এই বকবকানি

যদি কেউ শোনে-

তোমার কথাই সবার প্রথম

পড়ে আমার মনে।

আজ অনেকটা দিন পর!

তোমায় ছুয়ে বলছি-

ছুয়ে কলম ,পৃষ্ঠাবুকে

লিখি আমার নাম-

তুমিই আমার যত্নে রাখা

ভালোবাসার খাম।।

        -মৌমিতা ঘোষ

One thought on “ভালোবাসার খাম

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started